আইপিএল শেষ, শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ



আইপিএলে এমন কিছু নিয়ম রয়েছে, যার সুবিধা থাকছে না টি-২০ বিশ্বকাপে



টি-২০ বিশ্বকাপে থাকছে না ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম



আইপিএলে প্রত্যেক দলের কৌশলে বিরাট ভূমিকা ইমপ্যাক্ট প্লেয়ারের



ব্যাটিং বা ফিল্ডিংয়ের সময় কোনও একজন ক্রিকেটারের বদলে অন্য কাউকে ইমপ্যাক্ট সাব হিসাবে নামানো যায়



সদ্যসমাপ্ত আইপিএলে রোহিত শর্মাও বেশিরভাগ ম্যাচে খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে



সেই সঙ্গে পাল্টাচ্ছে আম্পায়ার্স ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস নিয়মও



আইপিএলে ওয়াইড বা নো বলকেও ডিআরএস নিয়মে চ্যালেঞ্জ করা যায়



টি-২০ বিশ্বকাপে অবশ্য শুধু আউটের ক্ষেত্রেই এই নিয়ম ব্যবহার করা যাবে



সব মিলিয়ে টি-২০ বিশ্বকাপে আইপিএলের বেশ কয়েকটি নিয়ম অচল