দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেছেন তিলক ভার্মা

সিরিজ সেরা হওয়ার সঙ্গে সঙ্গে তিলক নতুন রেকর্ড গড়ে পেছনে ফেলে দিয়েছেন বিরাট কোহলিকেও

তিলক গত সিরিজের শেষ ২ ম্যচে টানা দুটো শতরানের ইনিংস খেলেছেন

একটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে বিরাটকে টপকে সর্বাধিক রান করার নজির গড়েছেন হায়দরাবাদি

বিরাট ২০২১ সালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে ২৩১ রান করেছিলেন

তিলক ৪ ম্য়াচে ২৮০ রান করে বিরাটকে টপকে এখন ভারতীয়দের মধ্যে সবার শীর্ষে

বিরাট কুড়ির ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছেন, তাই তিনি আর তিলককে টেক্কা দিতে পারবেন না

চার ম্য়াচে তিলকের রান যথাক্রমে ৩৩, ২০, ১০৭ ও ১২০

কুড়ির ফর্ম্য়াটে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই সরে দাঁড়িয়েছেন কোহলি