আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বক্সিং ডে টেস্ট

২০২০ শেষবার অস্ট্রেলিয়ায় বক্সিং ডে টেস্টে ভারত জয় পেয়েছিল

সেবার দলে ছিলন হনুমা বিহারী, এবার তাঁকে পাওয়া যাবে না

সেবার ওপেনিংয়ে ছিলেন ময়ঙ্ক আগরওয়াল, এবার তিনি নেই

আচমকাই ব্রিসবেন টেস্টের পর অবসর নেওয়া অশ্বিনকেও পাওয়া যাবে না

ভারতীয় দলের গ্রহ থেকে অনেক দূরে এই মুহূর্তে উমেশ যাদব

চলতি সিরিজে তাঁর অভাব বোঝা গিয়েছে বারবার, পূজারাও নেই মেলবোর্ন টেস্টে

তাঁর নেতৃত্বেই ইতিহাস গড়েছিল ভারত, এবার দলেই নেই রাহানে

সিরিজ ১-১, এমসিজিতে কি এগিয়ে যেতে পারবে ভারত?