উৎকোচ দিতে রাজি হননি বাবা, দিল্লি দলে সুযোগ পেয়েও বাদ পড়েছিলেন বিরাট কোহলি? বর্তমান প্রজন্মের সেরা ক্রিকেটারের প্রসঙ্গ উঠলে সবার প্রথমেই সম্ভবত বিরাট কোহলির নাম আসবে। খুব কম ব্যাটিং কৃতিত্বই যা তাঁর নাগালের বাইরে, বিশ্বে হয়তোই এমন কেউ আছেন, যিনি তাঁর শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানাবেন। তবে এই বিরাট কোহলিকেই নাকি রাজ্য স্তরের দলে সুযোগ দেওয়ার জন্য চাওয়া হয়েছিল উৎকোচ। কোহলি নিজেই জানান তিনি প্রথমবার দিল্লির অনূর্ধ্ব ১৪ দলে সুযোগ পেলেও, তাঁর নাম কিছুক্ষণের মধ্যেই বাদ যায়। তাঁর বাবাকে কেউ জানিয়েছিলেন ছেলের জন্য বাড়তি কিছু দিলে হয়তো বিরাট দলে সুযোগ পেতে পারেন। তবে কোহলির বাবা প্রেম নাথ স্পষ্ট জানিয়েছিলেন, ছেলে দলে খেলবে শুধুমাত্র যোগ্যতার নিরিখেই। বিরাট যে তাঁর বাবার পরামর্শ এখনও অক্ষরে অক্ষরে মেনে চলেন,সেকথাও জানিয়ে দেন তিনি। ২০০৬ সালে প্রথমবার দিল্লির রঞ্জি দলে সুযোগ পান তিনি। তারপর অনূর্ধ্ব ১৯ বিশ্বজয় থেকে সিনিয়র দলে সুযোগ পেয় ক্রিকেটবিশ্বকে শাসন করছেন 'কিং'। বাবার মন্ত্র বুকে আগলে নিয়েই সাফল্যের রাস্তায় এগিয়ে চলেছেন বিরাট।