রয়েছেন একাধিক বিশ্বজয়ী, তবে লাল বলে দলকে নেতৃত্ব দেননি এই ভারতীয়রা
September 28, 2024
Published by: ABP Ananda
ভারতের বিশ্বজয়ী দলের কিপার সৈয়দ কিরমানি ভারতের হয়ে মোট ৮৮টি টেস্ট খেলেছেন।
এক দশক ভারতের হয়ে লাল বলের ক্রিকেট খেললেও সৈয়দ কিরমানি কোনওদিন জাতীয় দলকে নেতৃত্ব দেননি।
ভারতের সর্বকালের সেরা বোলারদের মধ্যে জাহির খানের নাম একেবারে শীর্ষে থাকবে। ভারতের হয়ে ১৪ বছর টেস্ট ক্রিকেট খেলেছেন জাহির।
বাঁ-হাতি ফাস্ট বোলার ৯২টি টেস্ট খেলে ৩১১টি উইকেট নিয়েছেন। তবে জাতীয় দলকে কোনও দিন নেতৃত্ব দেননি জাহির খান।
ভারতের হয়ে সর্বাধিক টেস্ট উইকেট নেওয়া ফাস্ট বোলারদের মধ্যে রয়েছেন ইশান্ত শর্মা।
৯৭টি টেস্ট খেলা ইশান্ত শর্মাও ভারতের অধিনায়কত্ব করেননি।
৪১৭টি টেস্ট উইকেট নিয়েছেন হরভজন সিংহ। ভারতের সর্বকালের সর্বসেরা বোলারের মধ্যে জাহিরের পাশাপাশি তাঁর নামও থাকবে।
আটটি অধিনায়কের নেতৃত্বে খেলেছেন হরভজন সিংহ। ১০৩টি টেস্ট খেলেছেন হরভজন। কিন্তু তিনি জাহিরের মতোই টেস্টে কোনওদিন ভারতকে নেতৃত্ব দেননি।
ইডেন গার্ডেন্সে ভিভিএস লক্ষ্মণের খেলা ২৮১ রানের ইনিংস সকল ভারতীয় ক্রিকেটপ্রেমীর মনে এখনও তাজা। ৮৫০০-র অধিক টেস্ট রান করেছেন তিনি।
ভারতীয় দলের হয়ে তাঁর সতীর্থ, সমসাময়িক সহবাগ, সচিন, সৌরভ, দ্রাবিড়, গম্ভীররা সকলেই টিম ইন্ডিয়াকে কোনও না কোনও সময়ে নেতৃত্ব দিয়েছেন। তবে ১৩৪ টেস্ট খেলা লক্ষ্মণ সেই সুযোগ পাননি।