সদ্যই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোহলি ও রোহিত শর্মা, এবার কী শামি?



রিপোর্টে দাবি করা হয়েছিল যে এবার নাকি মহম্মদ শামি টেস্ট থেকে অবসর নেবেন।



বিশ্বকাপের পর দীর্ঘদিন চোট সমস্যায় ভুগেছেন মহম্মদ শামি।



তাঁর গোড়ালিতে অস্ত্রোপ্রচারও করা হয়।



শামি ২০২৩ সালের জুন মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিলেন।



তারপর থেকে তিনি প্রায় দুই বছর টেস্ট খেলেননি।



শামি টেস্ট খেলার জন্য কতটা ফিট সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে বটে।



তবে শামি নিজের টেস্ট অবসরের জল্পনা সম্পূর্ণরূপে খারিজ করে দেন নিজেই।



রিপোর্টটি সম্পূর্ণ ভুল দাবি করে সবটা নস্যাৎ করে দেন শামি।



তিনি লেখেন, 'কখনও তো ভাল কিছু বল। ক্ষমা করবেন, তবে এটা আজকের সবথেকে খারাপ খবর।'