দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন বিশাখ



তবে তরুণ ফাস্ট বোলারের ওজন একসময় এতই বেশি ছিল যে তাঁর কেরিয়ার নিয়েই প্রশ্নচিহ্ন তৈরি হয়েছিল



বিশাখের বাবা জানান তাঁর ছেলে বাড়তি ওজনের কারণে আত্মবিশ্বাসের অভাবে ভুগতেন



বিজয়কুমার বলেন বিশাখ ওজনের ফলে বোলিং রান আপে ঠিকমতো লাফাতেই পারতেন না



তবে এই সময়ই ভরত অরুণের সঙ্গে চেন্নাইয়ে কাজ করার সুযোগ তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়



অরুণ বিশাখের বোলিং অ্যাকশন ঠিক করার পাশাপাশি তাঁর ওজন কমাতেও সাহায্য করেন



পাশাপাশি এই সময় অ্যাথলিট বিপি আইয়াপ্পা ও ট্রেনার সাঈ প্রসন্ন ও পুনিথের সাহায্য পান বিশাখ



রঞ্জি দলে তাঁর সতীর্থ ও সিনিয়র অভিমন্যু ঈশ্বরণও তাঁকে সাহায্য করেন



অতীতে সিএসকে, মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টসের হয়ে ট্রায়াল দিলেও কেউ তাঁকে দলে নেয়নি



শেষমেশ আরসিবি তাঁকে দলে নেয় এবং সেখানে ভাল পারফরম্যান্সের পর এবার জাতীয় দলে ডাক পেলেন তিনি