একমত অধিনায়ক, কোচেরা, উচিত শিক্ষা দিতেই রঞ্জি দল থেকে বাতিল পৃথ্বী!

Published by: ABP Ananda

ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বজয়ী দলের অধিনায়ক ছিলেন পৃথ্বী শ। নিজের টেস্ট অভিষেকে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি।

কিন্তু একের পর এক বিতর্কে জড়িয়ে এবং নিজের আচার আচরণের জন্য তাঁর কেরিয়ারই টালমাটাল অবস্থায়।

মুম্বইয়ের রঞ্জি দল থেকে বাদ পড়লেন একদা ভারতের পরবর্তী প্রজন্মের বড় ভরসা হিসাবে মনে করা পৃথ্বী শ।

নির্দিষ্ট কারণ জানানো না হলেও, মুম্বই দলের কোচেরা ফিটনেস এবং নিয়মানুবর্তিতার প্রতি তাঁর যে হাবভাব, তাতে বিরক্ত বলেই দাবি করা হচ্ছে।

শ্রেয়স, অজিঙ্করা আসলেও, শয়ের দলের নেট সেশনে দেরি করা আসেন। কয়েক সময় তো আসেনই না বলে অভিযোগ।

অনেকে তাঁর ওজন, ফিটনেস নিয়েও উদ্বিগ্ন, যা তিনি যে পেশার সঙ্গ যুক্ত তার জন্য একেবারেই মানানসই নয়।

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন পৃথ্বী শয়ের আচার আচরণে বিরক্ত এবং তাঁকে উচিত শিক্ষা দিতে তৎপর।

সেই কারণেই তাঁকে অন্তত এক ম্যাচের জন্য হলেও দল থেকে বাদ দিয়ে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



পৃথ্বীর ফর্মও আহামরি নয়। রঞ্জিতে চার ইনিংসে পৃথ্বীর সংগ্রহ যথাক্রমে ৭, ১২, ১ ও ৩৯ নট আউট।

পৃথ্বীর ফর্ম, ফিটনেস, আচরণ, সব নিয়েই বিরক্ত মুম্বইয়ের অধিনায়ক, কোচেরাও তাঁকে বাদ দেওয়ার পক্ষেই। প্রশ্নচিহ্ন তাঁর কেরিয়ার নিয়েই।