বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে একটি ছবি ভারতের ক্রিকেটার হার্দিক পাণ্ড্যর বাহুলগ্না হয়ে দেখা যাচ্ছে এক তরুণীকে নাতাশা স্ত্যাঙ্কোভিচের সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে জল্পনার মাঝেই হার্দিকের সঙ্গে কে এই তরুণী? জানা গিয়েছে, এই তরুণীর নাম প্রাচী সোলাঙ্কি প্রাচী বেশ পরিচিত মেক আপ আর্টিস্ট পাশাপাশি ডিজিটাল ক্রিয়েটর হিসাবেও নিজের পরিচয় দেন প্রাচী হার্দিকের সঙ্গে ছবি দিয়ে প্রাচী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ফ্যান গার্ল মোমেন্ট যদিও প্রাচী শুধু অনুরাগী, নাকি তার বেশি কিছু, তা নিয়ে জোর গুঞ্জন বিশেষ করে যেভাবে হার্দিকের বাড়িতে রং মিলিয়ে পোশাক পরে গিয়েছিলেন, তাতে আলোচনা থামছে না ক্রুণাল পাণ্ড্যর সঙ্গেও ছবি তুলেছেন প্রাচী (ছবি - প্রাচী সোলাঙ্কির ইনস্টাগ্রাম)