ভারতের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের ব্যক্তিগত জীবনে ঝড়।



তাঁর ও স্ত্রী ধনশ্রী বর্মার বিবাহ বিচ্ছেদের জোর জল্পনা।



এখনও অবধি এই বিষয়ে দুই তারকার কেউই এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।



ভারতের বিশ্বজয়ী ক্রিকেটার লিখেছেন, 'সমস্ত শোরগোলের উর্ধ্বে যারা শুনতে আগ্রহী সমস্ত চুপ থাকার থেকে বড় প্রতিক্রিয়া আর কিছু হতে পারে না।'



অনেকেই মনে করছেন চাহাল এই পরিস্থিতিতে যে চুপ থাকাই শ্রেয় বলে মনে করছেন, তা তিনি নিজের পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন।



তবে তারকা দম্পত্তির এই বিচ্ছেদের কারণটা ঠিক কী?



অনেকেই মনে করছেন এই বিচ্ছেদের কারণ সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন।



কে এই তৃতীয় ব্যক্তি? তিনি পরিচিত কোরিওগ্রাফার প্রতীক উতেকার।



ধনশ্রী ও প্রতীকের এক ছবি আবারও ভাইরাল হয়েছে, সেই থেকেই নেটিজেনদের এই ধারণা।



ধনশ্রী নিজেও একজন কোরিওগ্রাফার এবং দুই জনের এক টেলিভিশন শোয়েই সাক্ষাৎ হয়। তবে গোটা বিষয়টাই কেবল জল্পনাই রয়েছে এখনও।