সরকারিভাবে আল নাসরে যোগ দিলেন রোনাল্ডো বুধবারই সৌদি আরবে পৌঁছন 'সিআর৭' আড়াই বছরের চুক্তিতে আল নাসরে যোগ দিলেন তিনি সৌদিতে নেমেই মেটালেন খুদে ভক্তদের ছবির আবদার খবর অনুযায়ী প্রতি মরসুমে ২০০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাবেন রোনাল্ডো ৩৭-র রোনাল্ডো স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর ইউরোপ অভিযান শেষ ইউরোপ, যুক্তরাষ্ট্রের বহু ক্লাবের প্রস্তাব ছিল তাঁর কাছে তবে কথা রাখতেই আল নাসরে যোগ দিলেন বলে দাবি রোনাল্ডোর রোনাল্ডোকে আমন্ত্রণ জানাতে আয়োজন করা হয়েছিল লেজার শোর তবে সম্মেলনে সৌদি আরবকে দক্ষিণ আফ্রিকা বলে সমালোচনার শিকার 'সিআর৭'