হাতে ফোন থাকলেও ব্যবহার করতে পারবেন না। আপনার ফোনের নিয়ন্ত্রণ চলে যাবে অন্যের হাতে।

সম্প্রতি অ্যান্ড্রয়েড মোবাইল ইউজারদের সতর্ক করে একটি বার্তা দিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রকের কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম(CERT)।

সার্টের তরফে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ১০,১১, ১২ ও ১২ (এল)ইউজারদের ফোনে হানা দিচ্ছে কিছু ভাইরাস।

এই ভাইরাসের মাধ্যমে হ্যাকাররা আপনার ফোন থেকে মূল্যবান তথ্য ছাড়াও, ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে।

এমনকী হাতে নিজের ফোন থাকলেও তা চলে যাচ্ছে অন্যের নিয়ন্ত্রণে। মূলত, অ্যান্ড্রয়েডের এই নির্দিষ্ট সফটওয়্যারেই হানা দিচ্ছে হ্যাকাররা।

ভাইরাস আপনার ডিভাইসে হানা দিলে 'ডিনায়াল অফ সার্ভিস' (Dos Attack)-এর মুখোমুখি হতে হবে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসগুলিকে।

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাম্প্রতিক সংস্করণ ডাউনলোড করলেই মুক্তি পাবেন এই ধরনের ভাইরাস হানা থেকে।

'ডিনায়াল অফ সার্ভিস' বা Dos Attack নিয়ে চিন্তার শেষ নেই তথ্য প্রযুক্তি মন্ত্রকের।

সাম্প্রতিককালে এই ডজ অ্যাটাকের জেরেই সমস্যার সম্মুখীন হতে হয়েছে অ্যান্ড্রয়েড ইউজারদের।

যেখানে হাতে নিজের মোবাইল থাকলেও তা ব্যবহার করতে পারবেন না ইউজার।