হাতে ফোন থাকলেও ব্যবহার করতে পারবেন না। আপনার ফোনের নিয়ন্ত্রণ চলে যাবে অন্যের হাতে।
এই ভাইরাসের মাধ্যমে হ্যাকাররা আপনার ফোন থেকে মূল্যবান তথ্য ছাড়াও, ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে।
এমনকী হাতে নিজের ফোন থাকলেও তা চলে যাচ্ছে অন্যের নিয়ন্ত্রণে। মূলত, অ্যান্ড্রয়েডের এই নির্দিষ্ট সফটওয়্যারেই হানা দিচ্ছে হ্যাকাররা।
'ডিনায়াল অফ সার্ভিস' বা Dos Attack নিয়ে চিন্তার শেষ নেই তথ্য প্রযুক্তি মন্ত্রকের।
সাম্প্রতিককালে এই ডজ অ্যাটাকের জেরেই সমস্যার সম্মুখীন হতে হয়েছে অ্যান্ড্রয়েড ইউজারদের।