মহামারীর কারণে কাজ, পড়াশোনা থেকে বিনোদন সবকিছুই ডিজিটাল হয়ে গেছে। সেই কারণে বেশিরভাগ সময় ফোন, ল্যাপটপ, ট্যাবলেট, টিভি দেখে কাটে আমাদের।
সারা দিন এইসব ডিভাইস দেখতে গিয়ে চোখের ওপর চাপ পড়ে অনেকটাই। প্রতিটি ডিসপ্লে থেকে নির্গত নীল আলোর কারণে ক্রমশই ক্ষতি হতে পারে চোখের।
এর জন্য ডিজিটাল সমাধানও রয়েছে। যাকে বলা হয় নাইট লাইট বা ব্লু লাইট ফিল্টার বা নাইট মোড।
এই মোডটি ডিসপ্লে থেকে নীল আলো সরিয়ে দেয় ও আপনার চোখে আরামদায়ক অভিজ্ঞতা দেয়।
অ্যান্ড্রয়েডের জন্য প্রথমে ফোনের সেটিংসে যান।ডিসপ্লেতে ব্লু লাইট ফিল্টার অপশন খুঁজুন।এরপরে অপশনটি অ্যাকটিভেট করুন।