ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়। আসছে অশনি। এটাই এই বছরের প্রথম ঘূর্ণিঝড়।

মৌসম ভবনের তরফে জানান হয়েছে, ১৯ মার্চ সকালে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি সুষ্পষ্ট নিম্নচাপ বলয় তৈরি হবে।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। সোমবার পরিণত হবে ঘূর্ণিঝড়ে।

উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে বুধবার বাংলাদেশ ও মায়ানমার উপকূলে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা।

দোলের সময় বাড়বে কলকাতা-সহ রাজ্যের তাপমাত্রা। দক্ষিণবঙ্গে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প। সেই কারণেই বাড়ছে গরম।

২১ মার্চ নাগাদ উত্তর আন্দামানের কাছে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

সেই ঘূর্ণিঝড় তৈরির কদিনের মধ্যেই বাংলাদেশ ও মায়ানমার উপকূলের কাছে পৌঁছতে পারে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

তার আগে ক্রমাগত জলীয় বাষ্প বৃদ্ধির কারণে আর্দ্রতা বাড়বে। বাড়বে অস্বস্তিও।