বিবাদের অবসান

তরুণরা সৃষ্টিশীল কাজ করতে পারেন। আবহাওয়ার পরিপ্রেক্ষিতে ঠাণ্ডা লাগার মতো কিছু সমস্যা দেখা দিতে পারে। ভাই-বোনের সঙ্গে পারিবারিক বিবাদের অবসান হতে পারে।

গ্রহের পরিস্থিতি অনুকূল।

চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা। অন্য কোম্পানির চাকরির অফার পেতে পারেন। বেশি তেলঝালযুক্ত খাবার এড়িয়ে চলুন। পারিবারিক অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্ক থাকতে হবে।

বন্ধুদের সহযোগিতা

পারিবারিক ব্যাপারে লেনদেন নিয়ে সতর্ক থাকতে হবে। নেশা সংক্রান্ত ব্যাপার অত্যন্ত সতর্কতার সঙ্গে এড়িয়ে চলতে হবে। নাহলে কুঅভ্যেস রোগভোগকে ডেকে নিয়ে আসতে পারে। বন্ধুদের সহযোগিতা মিলবে।

বাড়িতে সুখ-শান্তি

আজ পূণ্য সঞ্চয়ের দিন, এক্ষেত্রে অন্য কাউকে কিছু দান ভালো হতে পারে। অফিসের রাজনীতি থেকে দূরে থাকুন। কেননা, গ্রহের পরিস্থিতি কোনও প্রকার মতভেদ ঘটাতে পারে।

সতর্ক থাকতে হবে

আজ পরিস্থিতি জাতকের অনুকূল থাকতে পারে। কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে। চাকরিজীবীদের জন্য দিনটি স্বাভাবিক থাকতে পারে। ছোট-খাটো দুর্ঘটনা সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোথাও যাত্রা করার থাকলে যতদূর সম্ভব এড়িয়ে যেতে হবে।

খরচে রাশ টানতে হবে

আজ অনাবশ্যক খরচে রাশ টানতে হবে। বড়সড় প্রয়োজন কঠিন পরিস্থিতিতে ফেলতে পারে। দামী সামগ্রীর সুরক্ষা সম্পর্কে সতর্ক থাকতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে ছোটাখাটো বিবাদের সম্ভাবনা।

অবসর বিনোদনের সুযোগ

আজ কাজকর্মের বোঝা কম থাকতে পারে। সেজন্য অবসর বিনোদনের সুযোগ পেতে পারেন। অফিসে ষড়যন্ত্রের শিকার হতে পারেন। এজন্য সবার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন।

উৎসাহে ভরপুর

বৃশ্চিক-আজ উৎসাহে ভরপুর দিন কাটবে। কর্মের প্রতি নিষ্ঠা লক্ষ্যে পৌঁছে দিতে পারে। ভবিষ্যতের কল্পনা করে বর্তমান সময় নষ্ট করবেন না। অন্যদের প্রতি হিংসা নিজেরই ক্ষতি করতে পারে।

অজ্ঞাত কোনও ভয়

আজ মনে অজ্ঞাত কোনও ভয় কাজ করতে পারে। কুণ্ঠা নিয়ে কোনও কাজ করবেন না। অফিসে ম্যানেজমেন্টের সঙ্গে যুক্তদের সময় ভালো। কাজে কোনও আলস্য দেখানো যাবে না। প্রোমোশন বকেয়া থাকলে তাতে সাফল্যের সম্ভাবনা।

সংযমিত ব্যবহার

আজ যে কোনও বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। সংযমিত ব্যবহার করুন, সম্ভব হলে বেশি সময় বাড়িতে কাটান। অফিসে আলাপআলোচনা যাতে তিক্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

সুখবর মিলতে পারে

বিদেশে চাকরির চেষ্টা করলে সুখবর মিলতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে চোখের সমস্যা হলে অবিলম্বে চিকিৎসকদের পরামর্শ নিন। মামুলি কথাবার্তায় অহেতুক মানসিক চাপ বাড়তে দেবেন না।

মনোমালিন্যের সম্ভাবনা

আজ জন্মদিন হলে কোনও গরিবকে ভোজন করাতে পারেন। কর্ম সম্পূর্ণ করতে ভাগ্য ও কর্ম দুটিই কাজে আসবে। কর্মস্থলে অধীনস্থদের ওপর অকারণে চিৎকার-চেঁচামেচি করবেন না। মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে।