মেষ কোনও কাজের পরিচালনা করার ক্ষেত্রে আজ আপনি সম্মান পেতে পারেন বৃষ উদ্বেগ ও চিন্তাভাবনা আজ কর্মক্ষমতায় বিলম্বের কারণ হতে পারে। মিথুন আজ কাজের কারণে ক্লান্ত বোধ করতে পারেন। কর্কট আজ বড় বিনিয়োগকারীদের পরিকল্পনার দিন হতে পারে। সিংহ যে কোনও পরিস্থিতিতে নিজেকে আত্মবিশ্বাসী রাখুন। কন্যা ব্যবসায়ে বিনিয়োগ লাভজনক হতে পারে। তুলা জমি বা বাড়িতে বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। বৃশ্চিক ব্যবসায়িক অংশীদারদের মধ্যে বিরোধের আশঙ্কা আছে। ধনু সহকর্মীদের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন হবে। মকর গুরুত্বপূর্ণ ব্যবসার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। কুম্ভ যকৃতের রোগে আক্রান্ত রোগীরা সাবধান থাকুন। মীন পরিবারের সঙ্গে সময় কাটাতে ভুলবেন না।