সম্পত্তি থেকে ভাল আয়। মনের মতো সঙ্গীর খোঁজ। খরচ বুঝে হিসেব করুন। কাছেপিঠে ভ্রমণের সম্ভাবনা। নতুন কোনও প্রাপ্তি। রোজগার বৃদ্ধি। বিদেশযাত্রার যোগ রয়েছে। সঙ্গীর সঙ্গে ঝগড়া এড়ান। চিকিৎসা বা আইন সংক্রান্ত পেশায় থাকলে অর্থাগমের সম্ভাবনা। সন্তানের সাফল্য। অর্থের পর্যাপ্ত জোগান। রিয়েল এস্টেট বাজারে লাভ মিলতে পারে। পছন্দমতো কেনাকাটা করার সুযোগ। নতুন চাকরির খোঁজ। কেরিয়ার নিয়ে সামান্য চিন্তা থাকবে এই সময়। যাঁরা পরিকল্পনা না করেই প্রচুর বিনিয়োগ করেছেন তাঁদের জন্য আশার আলো। দীর্ঘদিনের পরিশ্রমের ফল মিলবে। আর্থিক পরিস্থিতি ভাল উন্নতি। সম্পত্তির ভাগ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত অনুকূলে যাবে। রোজগারে সাময়িক টান। কোনও কাজের জন্য আর্থিক সাহায্য মিলবে। কেরিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে। খরচ সামান্য কমালে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। যাঁরা কোনও রোগ থেকে সেরে উঠছেন, তাঁর আরোগ্য দ্রুত হবে। পরিবার পাশে থাকবে। বিনিয়োগের ভাল সময়। সোনায় বিনিয়োগ লাভ দিতে পারে। কোনও প্রতিযোগিতায় ভাল ফল হতে পারে। নতুন কোনও উদ্যোগের জন্য মূলধনের সংস্থান হতে পারে। কোনওরকম জাঙ্কফুড এড়িয়ে চলুন।