মেষ- এগিয়ে চলুন। ভাল দিন। বৃষ- কাছের মানুষদের সঙ্গে কাটবে। মিথুন- আর্থিকভাবে শুভ যোগ। কর্কট- কাজের ক্ষেত্রে শুভ দিন। সিংহ- ভাল খবর পেতে পারেন। কন্যা- বুঝেশুনে কথা বলুন। তুলা- স্বাস্থ্য ভোগাতে পারে। বৃশ্চিক- চোখের সমস্যার আশঙ্কা। ধনু- বাড়তি খরচ নিয়ে চিন্তা। মকর- কাছের মানুষদের চটিয়ে ফেলতে পারেন। কুম্ভ- পরিবারকে সময় দিন। মীন- কাজে সাফল্য। ভাল দিনের যোগ।