স্টেইনের মতে কাগিসো রাবাডাই দক্ষিণ আফ্রিকা দলের বোলিং আক্রমণের নেতা

অস্ট্রেলিয়ায় পেস সহায়ক পিচে রাবাডা ভাল পারফর্ম করবেন বলে জানান স্টেইন

রাবাডার প্রোটিয়া সতীর্থ আনরিক নোখিয়াও রয়েছে স্টেইনের তালিকায়

রাবাডার ও নোখিয়ার গতি ও নিয়ন্ত্রই তাঁদের সাফল্যের চাবিকাঠি বলে মনে করেন স্টেইন

ইংল্যান্ডের গতির সওদাগর মার্ক উডকেও বেশ পছন্দ স্টেইনের

ইংল্যান্ডের সাফল্যের জন্য উডকে ভাল পারফর্ম করতে হবে, মত স্টেইনের

অস্ট্রেলিয়ার হয়ে একাধিক বিশ্বকাপ জিতেছেন মিচেল স্টার্ক

এই অভিজ্ঞতাই স্টার্কের বড় হাতিয়ার বলে দাবি কিংবদন্তি প্রোটিয়া বোলারের

বিশ্বকাপে এখনও একটিও উইকেট পাননি শাহিদ আফ্রিদি

তবে তাঁকেও এই তালিকায় রেখেছেন স্টেইন