রাজ্যজুড়ে খামখেয়ালী শীত পারদের ওঠানামা সঙ্গে বৃষ্টির ভ্রুকুটি তুষারপাত দার্জিলিংজুড়ে সঙ্গে দমকা বৃষ্টি সকাল থেকে ছিল মুখ ভার বেলা বাড়তেই বৃষ্টি সঙ্গে তুষারপাত দমকা বৃষ্টি পার্বত্য এলাকাজুড়ে তুষারপাত টাইগার হিল, জোড়বাংলা, ঘুম এলাকায় সাদা তুলোর চাদরে ঢাকা পড়ে চারিদিক দার্জিলিং-কার্শিয়ংয়ে আরও বৃষ্টির সম্ভাবনা রবি ও সোমবার উৎফুল্ল স্থানীয়রা ছবি ও তথ্য- মোহন প্রসাদ