Image Source: PTI

ঘূর্ণিঝড় মিগজাউমের ধাক্কায় তথৈবচ দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশ

Image Source: PTI

অতিভারী বৃষ্টি বন্যাকবলিত চেন্নাই। থমকে গিয়েছে জনজীবন। তুমুল বৃষ্টি, অন্ধ্রপ্রদেশের একটি অংশেও।

Image Source: PTI

প্রতিবছরই এক বা একাধিক ঘূর্ণিঝড় তৈরি হয় বঙ্গোপসাগরের বুকে। কোনওটা ভারতে আসে, কোনওটা আঘাত হানে বাংলাদেশে

Image Source: Pexels, Pixabay

গত ১০ বছরে একাধিক ঘূর্ণিঝড়ের কথা শোনা গিয়েছে, তার কোনও কোনওটা ক্ষতি করেছে। সেগুলি কী কী

Image Source: Pexels, Pixabay

২০২১ সালে ঘূর্ণিঝড় তাউকতি (Tauktae) গুজরাতে আছড়ে পড়েছিল। কেরল, কর্নাটক, গোয়াতেও ক্ষয়ক্ষতি। মৃত্য়ুও হয়েছিল।

Image Source: Pexels, Pixabay

২০২০ সালে আমপান বিপুল ক্ষতি করেছিল। তছনছ হয়েছে কলকাতা-সহ বাংলা বিশাল এলাকা, বিপুল ক্ষতি বাংলাদেশেও।

Image Source: Pexels, Pixabay

২০১৯ সালে ঘূর্ণিঝড় ফণী। আমপানের মতো না হলেও ক্ষতির বহর ছিল অনেকটাই। বিদ্যুৎলাইন, কৃষিজমির ব্য়াপক ক্ষতি

Image Source: Pexels, Pixabay

২০১৬ সালে ঘূর্ণিঝড় Vardah, চেন্নাইয়ে ল্যান্ডফল- ব্য়াপক ক্ষয়ক্ষতি।

Image Source: Pexels, Pixabay

২০১৪ সাল। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় ধাক্কা দেয় ঘূর্ণিঝড় হুদহুদ। একশোরও বেশি মৃত্যু

Image Source: Pexels, Pixabay

২০১৩ সালে ঘূর্ণিঝড় ফাইলিন (Phailin) ওড়িশার গোপালপুরে আছড়ে পড়েছিল। ১৮টি জেলায় ক্ষয়ক্ষতি হয়েছিল।

Thanks for Reading. UP NEXT

২৬/১১ হামলার দেড় দশক

View next story