শ্যুটিং শুরু হল পারমিতা মুন্সী পরিচালিত ছবি 'ম্যারেজ অ্যানিভার্সারি' ছবির।

ছবির মুখ্যচরিত্রে দেখা যাবে দেবলীনা দত্তকে, বিপরীতে শ্রী রতন ঝাওয়ার।

দেবলীনার বিপরীতে দেখা যাবে সুজন নীল মুখোপাধ্যায়কে, তাঁর স্বামীর চরিত্রে দেখা যাবে তাঁকে।

এক অসমবয়স্ক দম্পতির গল্প বলবে এই ছবি। মুখ্যচরিত্রদের নাম অরুণাভ এবং বিপাশা

এই ছবির গল্প সম্পর্কের আড়ালে থাকা এক গার্হস্থ্য হিংসার গল্প

বড়পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং।

ছবিতে দেখা যাবে ইন্দ্রাণী ঘোষ এবং ডক্টর সুজয় বিশ্বাসকেও