দোলের আগেই শুরু উদযাপন। নাচ, গানে, আবির খেলায় রাঙা হয়ে উঠল গায়িকা ইমন চক্রবর্তীর 'বসন্ত উৎসব'। ৭ বছর পার করে ফেলল ইমন চক্রবর্তীর এই 'বসন্ত উৎসব'। প্রতি বছর দোলের আগেই ইমনের বসন্ত উৎসব কলকাতা ও হাওড়া দুই শহরের মানুষকেই রাঙিয়ে দিয়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। লিলুয়া মীরপাড়ার মাঠে এবারও ইমন আয়োজন করেছিলেন বসন্ত উৎসবের। এ শুধু উৎসব নয়, ঠিক যেন মহা যজ্ঞ। এই বসন্ত উৎসব ঘিরে ইমনের আবেগ জড়িয়ে। এই উৎসবের মধ্যে দিয়েই নিজের মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গায়িকা। ইমনের কথায়, 'লিলুয়ায় করব শুনে প্রথম প্রথম অনেকেই নাক সিঁটকেছিলেন। এত বড় উৎসব লিলুয়ায় আগে হয়নি। কিন্তু আমি আমার জন্মস্থানেই উৎসবটা করতে চেয়েছি বরাবর।' 'অনেক বাধা বিপত্তি এসেছে, পিছু পা হয়নি। দেখতে দেখতে সাত বছর পার করে ফেলল আমাদের বসন্ত উৎসব। যাঁরা প্রথম প্রথম এত দূর আসতে চাইতেন না, এখন সবাই আসেন।' 'আমি কৃতজ্ঞ সমস্ত গুণী শিল্পীদের কাছে। প্রতি বছর আমার অনুরোধে সবাই এখানে এসে হাসি মুখে অনুষ্ঠান করে যান, এটা আমার কাছে খুব বড় প্রাপ্তি।' উৎসবে এবারেও বসেছিল চাঁদের হাট। শ্রাবনী সেন, অঙ্কিতা, প্রাঞ্জল, রথিজিৎ, অর্ক, বিশ্বনাথ, পদ্মপলাশদের মত গুণী শিল্পীরা বসন্ত উৎসবের মঞ্চ মাতিয়ে রাখেন। উৎসবে এসেছিলেন মন্ত্রী এবং গায়ক ইন্দ্রনীল সেন, শুভাপ্রসন্ন, সুজিত বসু, লীনা গঙ্গোপাধ্যায় এবং আরও বিশিষ্ট মানুষেরা। এত বড় উৎসবে ইমনের সঙ্গী অবশ্যই তাঁর স্বামী নীলাঞ্জন ঘোষ এবং কিছু কাছের মানুষ। তাঁদের নিরলস চেষ্টায় লিলুয়ার মানুষ বসন্ত উৎসবের সাক্ষী হয়।