পিছল চাঁদে যাওয়ার দিন

চলতি বছরই চন্দ্রযান-৩ অভিযান হওয়ার কথা ছিল

চন্দ্রযান-২ সফল হয়নি

করোনার কোপে পিছিয়ে গেল এবারের অভিযান

২০২২ সালেই চাঁদে পাড়ি

কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন একথা

চন্দ্রায়ণ -৩-এ কাজ চলছে

বিশদ পরীক্ষা-নিরীক্ষা ও বিভিন্ন প্রক্রিয়া চলছে।

ল্যান্ড করতে পারলে ইতিহাস

লকডাউনের সময়ও কাজ বন্ধ করেনি ইসরো

অরবিটার এখনও প্রদক্ষিণ করছে

আলাদা করে অর্বিটার পাঠানো হবে না এবার

চন্দ্রযান-৩ দেখতে একইরকম

ইসরোর চেয়ারম্যান কে শিবন সম্প্রতি জানিয়েছিলেন এ কথা

ল্যান্ডার, রোভার থাকবে

চন্দ্রপৃষ্ঠে অবতরণের সময় ল্যান্ডার বিক্রম ভেঙে পড়ে

ব্যর্থতা মুছে শুরু

নতুন করে চন্দ্রজয়ের স্বপ্ন দেখছে ভারত