মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসে GST বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ

কালো পোশাক পরে সংসদে ঢোকেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে-সহ সাংসদরা।

কালো পাড় শাড়ি পরে প্রতিবাদ জানান সনিয়া গাঁধী।

রাহুল ও প্রিয়ঙ্কা গাঁধী-সহ আটক কংগ্রেসের সাংসদ, নেতারা।

এদিন রাহুল গান্ধীর নেতৃত্বে কালো পোশাক পরে কংগ্রেস সাংসদদের রাষ্ট্রপতি ভবন চলো অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

মিছিল আটকালে পুলিশের সঙ্গে হাতাহাতি হয় কংগ্রেস সাংসদদের।

বিজয় চকে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, জয়রাম রমেশ, শশী তারুর-সহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

কংগ্রেস নেতাদের টেনে-হিঁচড়ে তোলা হয় গাড়িতে। কয়েকজন সাংসদকে মারধর করা হয়েছে বলে রাহুল গান্ধীর অভিযোগ।