শেয়ার ট্রেডিং করলেও ডিম্যাট অ্যাকাউন্টের কেওয়াইসি (Demat Account KYC) করাননি ?

৩০ জুনের মধ্যে আপনার ডিম্যাট অ্যাকাউন্টের KYC না করলে বাড়বে সমস্যা। এমনকী বন্ধ হয়ে যেতে পারে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট।

শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা SEBI জানিয়েছে, ডিম্যাট অ্যাকাউন্ট ও ট্রেডিং অ্যাকাউন্টের KYC 30 জুন 2022 পর্যন্ত করা যেতে পারে।

আগেই নন-কেওয়াইসি ডিম্যাট অ্যাকাউন্ট স্থগিত করার আদেশ জারি করেছে NSDL।

যদিও পরবর্তীকালে SEBI ও MII-এর সাথে আলোচনার ভিত্তিতে এই সময়সীমা 30 জুন, 2022 পর্যন্ত বাড়ানো হয়েছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, যারা এখনও ডিম্যাট অ্যাকাউন্টের কেওয়াইসি করতে সক্ষম হননি তাদের অবিলম্বে এই কাজ করে নিতে হবে।

এই ঘোষণার পরই সতর্ক হয়ে গিয়েছেন স্টক ব্রোকাররা। ক্লায়েন্টদের অবিলম্বে ডিম্যাট ট্রেডিং অ্যাকাউন্টের কেওয়াইসি করাতে বলছেন তারা।

অ্যাকাউন্ট হোল্ডারদের তিন মাসের মধ্যে তাদের ডিম্যাট ট্রেডিং অ্যাকাউন্টের কেওয়াইসি করতে বলছে এই ব্রোকারেজ হাউসগুলি।

বর্তমানে ডিম্যাট অ্যাকাউন্টে KYC করতে ৬টি তথ্য দিতে হবে। যদিও ব্রোকাররা জানিয়েছে, সব ডিম্যাট অ্যাকাউন্টে এখনও ছয়টি কেওয়াইসির নথি দেওয়া হয়নি।

এই ছয়টি KYC বৈশিষ্ট্য আপডেট করার জন্য একজন ডিম্যাট, ট্রেডিং অ্যাকাউন্ট হোল্ডার প্রয়োজন। যার মধ্যে রয়েছে নাম, ঠিকানা, প্যান, মোবাইল নম্বর, বৈধ ইমেল আইডি, আয়ের সীমা।