পুজোর মাঝে বৃষ্টি প্রভাব ফেলতে পারে ডেঙ্গিতে
বৃষ্টির পরিষ্কার জল বিভিন্ন জায়গায় জমার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্যান্ডেল খোলার পরেও, বাঁশের ফাঁকেও জল জমার প্রবণতা থাকে।
পরিষ্কার জলে ডেঙ্গির মশা জন্মানোর প্রবল সম্ভাবনা থাকে।
পুজোর আনন্দে মাতলেও মশারি টানাতে ভুলবেন না।
জ্বর এলেই ডেঙ্গি টেস্ট করান।
বৃষ্টির জল বা পরিষ্কার জল ফেলে রাখবেন না।
ইমিউনিটি কম থাকলেও ডেঙ্গি নিয়ে সতর্ক থাকুন।
নভেম্বর অবধি ডেঙ্গি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
ডেঙ্গির প্রবণতা কমাতে ঘরবাড়ি পরিষ্কার রাখুন।