এক পাড়ে ভারত, একপাড়ে বাংলাদেশ।
ABP Ananda

এক পাড়ে ভারত, একপাড়ে বাংলাদেশ।

দুই দেশকে ছুঁয়ে মাঝখান দিয়ে বয়ে চলেছে ইছামতী।
ABP Ananda

দুই দেশকে ছুঁয়ে মাঝখান দিয়ে বয়ে চলেছে ইছামতী।

দশমীতে যে নদীই হয়ে ওঠে ভারত-বাংলাদেশের মিলনক্ষেত্র।
ABP Ananda

দশমীতে যে নদীই হয়ে ওঠে ভারত-বাংলাদেশের মিলনক্ষেত্র।

উমার বিদায়বেলায় মিশে যায় দুই বাংলার হৃদয়।

উমার বিদায়বেলায় মিশে যায় দুই বাংলার হৃদয়।

প্রতিবারের মতো, এবারও ভারত-বাংলাদেশ দুই দেশেরই প্রতিমা বিসর্জন হয় ইছামতীতে।

এই দৃশ্যের সাক্ষী হতে ভিড় করেন অসংখ্য মানুষ।

অন্যান্য বারের মতো এবারও নদীতে ছিল কড়া নজরদারি।

করোনার কারণে, গত দু’বছর বন্ধ ছিল মিলন উৎসব। তবে রীতি-রেওয়াজে কোনও ছেদ পড়েনি।

প্রত্যেক বছর দশমীর দিন দুপুরে টাকি-পূর্বের জমিদারবাড়ির প্রতিমা নিরঞ্জন করা হয় ইছামতী নদীতে।

যারপর অন্যান্য বারোয়ারি পুজো এবং বাড়ির প্রতিমা বিসর্জন শুরু হয়।