১১ অগাস্ট পর্দায় ব্যোমকেশের ভূমিকায় দেখা যাবে দেবকে।



রুক্মিণীর ভূমিকায় দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। ইতিমধ্যেই ট্রেলারে প্রকাশ্যে এসেছে তাঁদের রসায়ন।



এই ছবি করতে প্রথমে রাজি হননি দেব, পরে বোঝেন এই চরিত্র তাঁকে নতুন চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে।



ব্যোমকেশ হয়ে ওঠার জন্য নিজের উচ্চারণ নিয়ে ওয়ার্কশপ করেছেন দেব, চেষ্টা করেছেন উন্নতিরও।



মধ্যপ্রদেশের একটি দুর্গে মে মাসের প্রচণ্ড গরমে শ্যুটিং হয়েছিল ব্যোমকেশ ও দুর্গরহস্যের।



এই ছবির লুক প্রকাশ্যে আসছে যথেষ্ট ট্রোলিংয়ের স্বীকার হতে হয়েছিল দেবকে।



তবে দেবের কথায়, যে গাছে ফল থাকে, সেই গাছকে নিচু হতেই হয়।



দেবের কথায়, 'আমি ট্রোলড হতে চাই কারণ যে মানুষ আমায় পছন্দ করেন না আমি ভাবি কীভাবে তাঁকে পছন্দ করানো যায়'



পর্দায় অজিতের চরিত্রে দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্য্যকে