জল পুরোপুরি নামেনি। দুর্ভোগ অবশ্য চরমে। আকাশ থেকে তোলা বন্যাবিধ্বস্ত অসমের ছবি। চারদিকে জল...তবু জলের হাহাকার। উদ্ধারকাজ চলছে লাগাতার। ত্রাণসামগ্রী যাচ্ছে বিমানে। নিচে বন্যায় ডুবে থাকা অসম... কোনও মতে বেঁচে ফিরে আসা...নানা দিকের চেনা ছবি এমনই। বায়ুসেনার বিমানে ত্রাণের সামগ্রী উঠছে পৌঁছে গিয়েছে ত্রাণ। এবার বিলির পালা... ভেঙে পড়েছে বাড়ি। কখন সাহায্য আসবে? অপেক্ষায় আমজনতা। বাড়ছে মৃতের সংখ্যা। পাল্লা দিয়ে চলছে উদ্ধারকাজ। কিন্তু এখনও আটকে বহু।