আজ ২৯ অগাস্ট হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিন

১৯০৫ সালে উত্তরপ্রদেশের এলাহাবাদে জন্ম ধ্যানচাঁদের

ইংরেজদের অধীনস্ত ভারতীয় হকি দলের হয়ে ১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬ অলিম্পিক খেলেন ধ্যানচাঁদ

২০১২ সাল থেকে ধ্যানচাঁদের জন্মদিনের দিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করে আসছে

হিটলার ধ্যানচাঁদের খেলায় মুগ্ধ হয়ে জার্মানির নাগরিকত্ব দিতে চেয়েছিলেন, যদিও তিনি তা নাকচ করেন

১৯২৮ সালের আমস্টারডাম অলিম্পিক্সে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ধ্যানচাঁদ

১৯২৬ সাল থেকে ১৯৪৯ পর্যন্ত ধ্যানচাঁদ তাঁর পুরো কেরিয়ারে ৪০০-র উপরে গোল করেছেন


জীবনের শেষ ম্যাচ খেলেন ধ্যানচাঁদ বাংলার বিরুদ্ধে অবশিষ্ট ভারতের হয়ে ১৯৪৮ সালে

১৯৫৬ সাল ৫১ বছর বয়সে অবসর নেন ধ্যানচাঁদ

ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৭৯ সালের ৩ ডিসেম্বর নয়াদিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হকির কিংবদন্তি