ওপেনিংয়ে নামবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা

ওপেনে রোহিতকে যোগ্য সঙ্গ দেবেন কে এল রাহুল

বিরাটের ব্যাট কথা বলবে, এই আশায় আপামর ভক্তকুল

চার নম্বর পজিশনে সূর্যকুমার যাদবকে দেখা যাবে একাদশে

অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন ফর্মে থাকা হার্দিক পাণ্ড্য

পন্থ নয়, উইকেটের পেছনে দীনেশ কার্তিক

লেগস্পিনা যুজবেন্দ্র চাহাল রয়েছেন একাদশে

ভারতের পেস বিভাগকে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার

প্রস্তুতি সারলেও একাদশে জায়গা হয়নি রবিচন্দ্রন অশ্বিনের

২ তরুণ ক্রিকেটার দীপক হুডা ও রবি বিষ্ণোই প্রস্তুতির সময় খোশমেজাজে