হজমের সমস্যা কিন্তু কোন একটি নির্দিষ্ট অসুখ নয়। হজম একটা লম্বা পদ্ধতি।

 খাবার সঠিকভাবে চিবিয়ে খাওয়া হল না, তার ফলে হজমের সমস্যা হতে পারে।

হজমের সমস্যার কারণ নিহিত থাকতে পারে পাকস্থলীতেও ।

যথেষ্ট পরিমাণের লালা রস নিষ্কৃত না হওয়ার ফলেও সমস্যা হতে পারে।

খাদ্যনালীর সমস্যা থাকলেও হজমের সমস্যা হতে পারে। 

গলব্লাডারের সমস্যা হলেও বদহজম হতে পারে ।

লিভারের সমস্যা থাকলেও হজমের সমস্যাটা নিয়মিত হয়ে যায়।

হজমের সমস্যাটা কার কোন কারণে হচ্ছে তা জানা জরুরি। 

তাই দরকার আগে সমস্যা নির্ণয়। তা জেনেই হজমের ওষুধ খেতে হবে।

অসুখের কারণ না জানলে মুঠো মুঠো অ্যান্টাসিড খেয়েও কাজ হবে না।