বঙ্গোপসাগরে ফের দানা বাঁধছে ঘূর্ণিঝড় সম্ভাবনা । ফেঙ্গল বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত ঘটাবে। সিস্টেমটি ২৪ নভেম্বরের মধ্যে একটি নিম্নচাপ, পরদিন গভীর নিম্নচাপে পরিণত হবে। নভেম্বরে বঙ্গোপসাগরে আসা ঝড়গুলির গতি সাধারণত থাকে অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার দিকে তবে এই ঝড় যেতে পারে শ্রীলঙ্কার উত্তরাঞ্চলের দিকে। ঘূর্ণিঝড় তৈরি হলে , নাম হবে 'সাইক্লোন ফেঙ্গাল'। সৌদি আরব এই ঝড়ের নাম দিয়েছে । তামিলনাড়ুতে এই ঝড়ে প্রভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। এবারের জন্য সম্ভবত রক্ষা পেল বাংলা। এবার ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়ারই কথা বাংলায়।