কালীপুজোর আগে বাংলায় ঘূর্ণিঝড় ‘দানা’র ভ্রুকুটি। আজই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। নিম্নচাপের অভিমুখ প্রাথমিকভাবে ওড়িশা-বাংলা উপকূলের দিকে। বুধবারের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের আশঙ্কা নেই। 'ডানা'র অভিমুখ যেহেতু ওড়িশা ও বাংলার দিকে, তাই বাংলার উপকূলবর্তী অঞ্চলকে বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। নিম্নচাপ এখনও তৈরিও হয়নি, তাই এটি কোন গতিপথে এগোবে বা ল্যান্ডফল কোথায় হবে, তা নিশ্চিত বলা এখনই সম্ভব নয়। তবে আবহবিদদের ধারণা, যদি নিম্নচাপ ঘনীভূত হয়ে তা ঘূর্ণিঝড়ের রূপ পায়, তাহলে তা ভয়াল রূপ নিতে পারে। মহানগরে তুমুল বৃষ্টি হতে পারে এই ঘূর্ণিঝড়ের জেরে। তবে বৃষ্টিপাত বুধবার নাগাদ শুরু হবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সতর্ক প্রশাসন। সুন্দরবন উপকূলে বিশেষ সতর্কতা জারি হয়েছে। মৎস্যজীবীদের সতর্ক করে মাইকে প্রচার শুরু হয়েছে। কলকাতার জন্য় যদিও বড় কোনো সতর্কবার্তা নেই।