দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি



তবে সপ্তাহ শেষে কিছুটা স্বস্তি মিলতে পারে, রয়েছে বৃষ্টির পূর্বাভাস



রবিবার ও সোমবার ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে



ইতিমধ্যেই উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি শুরু হয়েছে



শনিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরের জেলাগুলিতে



দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি বেশি



৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে বেশ কিছু জেলার তাপমাত্রা



আবহাওয়া দফতর জানিয়েছে, বেশ কিছু এলাকায় লু বইতে পারে



গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কলকাতায়



সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে



Thanks for Reading. UP NEXT

আগামীকাল থেকেই তাপপ্রবাহের আশঙ্কা দক্ষিণবঙ্গে

View next story