গার্ডেনরিচ বিপর্যয়ের পর বড় উদ্যোগ KMC-র।

গার্ডেনরিচ বিপর্যয়ের পর বড় উদ্যোগ KMC-র।

বেআইনি বাড়ি চিহ্নিত করতে অ্যাপ ব্যবহার।

বেআইনি বাড়ি চিহ্নিত করতে অ্যাপ ব্যবহার।

প্রাণহানির পর টনক নড়েছে কলকাতা পুরসভার।

প্রাণহানির পর টনক নড়েছে কলকাতা পুরসভার।

এরপরেই অ্যাপ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরপরেই অ্যাপ ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিটি ওয়ার্ডের বেআইনি বাড়ি চিহ্নিত করা হবে।

প্রতিটি ওয়ার্ডের বেআইনি বাড়ি চিহ্নিত করা হবে।

GPS অন করে লোকেশন যাচাই করে ছবি তোলা হবে।

GPS অন করে লোকেশন যাচাই করে ছবি তোলা হবে।

আনুষঙ্গিক তথ্য সংগ্রহ করে পাঠানো হবে পুরসভায়।

আনুষঙ্গিক তথ্য সংগ্রহ করে পাঠানো হবে পুরসভায়।

ব্যবহার হবে পুরকর্মীদের ভার্চুয়াল অ্যাটেনডেন্স অ্যাপ।

ব্যবহার হবে পুরকর্মীদের ভার্চুয়াল অ্যাটেনডেন্স অ্যাপ।

মূলত যার পোশাকি নাম, KMC এমপ্লয়ি। 

মূলত যার পোশাকি নাম, KMC এমপ্লয়ি। 

১ এপ্রিল বেআইনি বাড়ির ছবি তোলার কাজ শুরু হবে।

১ এপ্রিল বেআইনি বাড়ির ছবি তোলার কাজ শুরু হবে।