সরস্বতী পুজোয় বাজার দরে আগুন।
তবে দাম বাড়লেও ক্রেতাদের হাসি অটুট।
এদিকে আগামীকাল রয়েছে শীতল ষষ্ঠী।
এই ষষ্ঠীপুজোর কয়েকটি বৈশিষ্ট রয়েছে।
এদিন আগুন জ্বলে না অনেকের বাড়িতেই।
সরস্বতী পুজোর দিনই হয়ে যায় রান্না।
এই রন্ধনযজ্ঞের বিশেষ পদ গোটা সিদ্ধ।
দুই দিনেই বাজারের বিশেষ সামগ্রী লাগে।
কুল থেকে সজনে ফুল, সবই দাম চড়া।
শীতের সবজির দাম তেমনভাবে কমেনি।