আরজি কর কাণ্ডের প্রতিবাদে মুখর শহর থেকে গ্রাম, জেলা, দেশ, বিদেশ।

Published by: ABP Ananda

শনিবার রাজপথের দখল নিয়েছেন নাট্য ব্যক্তিত্বরা। ছিলেন একাধিক তারকা, সাধারণ মানুষ।

Published by: ABP Ananda

আরজি করের মূল গেটের সামনে তাঁদের আটকে দিলে সেখানে বসেই চলে স্লোগানিং, আন্দোলন।

Published by: ABP Ananda

এদিনের মিছিলে হাঁটেন দেবশঙ্কর হালদার, সুজন মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, পৌলমী বসু প্রমুখ।

Published by: ABP Ananda

প্রতিবাদে গলা মেলান লগ্নজিতা চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, চৈতি ঘোষাল, দেবদূত ঘোষ, অনির্বাণ চক্রবর্তী, বাদশা মৈত্রও।

Published by: ABP Ananda

হাসপাতালের গেটে পুলিশ তাঁদের আটকে দিলে ৫জন নাট্য ব্যক্তিত্ব আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলতে যান।

Published by: ABP Ananda

কেবল তারকা শিল্পীরাই নন, এদিনের মিছিলে যোগ দেন, অবস্থানে বসেন একাধিক নতুন নাট্যকর্মীও।

Published by: ABP Ananda

'বিচার চাই', মন্তব্য দেবশঙ্করের, 'অন্ধকার চক্রান্তের মধ্যে পড়েছি', দাবি নীলের।

Published by: ABP Ananda

'নাগরিক হিসেবে আমরা লজ্জিত', প্রতিক্রিয়া অনির্বাণ চক্রবর্তীর। ছিলেন সৌরভ পালোধি, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ও।

Published by: ABP Ananda

অন্যদিকে আরজি কর কাণ্ডে শনিবারের পর সন্দীপ ঘোষকে ফের রবিবার তলব করেছে সিবিআই।

Published by: ABP Ananda