রবিবার জুড়ে চলল বৃষ্টি। ভিজল শহর থেকে জেলা। টানা গরম থেকে মিলল সাময়িক স্বস্তি । কতদিন পাওয়া যাবে এমন স্বস্তিপূর্ণ আবহাওয়া ? কদ্দিন চলবে বৃষ্টি ? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে সোমবারও। কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আংশিক মেঘলা আকাশ থাকবে দিনভর। রবিবার সন্ধে থেকেই নেমেছে পারদ। ঝড়-বৃষ্টির ফলে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আগামীকাল, মঙ্গলবার থেকেই ফিরতে পারে রোদের তেজ। তবে আজও জেলায় জেলায় দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। থাকবে বজ্রপাতের আশঙ্কা ।