মঞ্চে আবীর-দিতিপ্রিয়া

ডান্স বাংলা ডান্সের মঞ্চে অতিথি শিল্পী হিসাবে হাজির আবীর চক্রবর্তী ও দিতিপ্রিয়া রায়

সঞ্চালনায় আবীর

ডান্স বাংলা ডান্স শোতে এসে আবীরের প্রতিক্রিয়া, এই মঞ্চে আজ প্রতিযোগীতা নয়, জি বাংলা পরিবারের একটা পূনর্মিলন উৎসব ছিল যেন

জিৎ-শুভশ্রীর ডুয়েট

প্রতিযোগী ও অতিথি শিল্পী ছাড়াও মঞ্চে একসঙ্গে পারফরমেন্স করলেন জিৎ ও শুভশ্রী। বেগুনি গাউনে আগুন ছড়ালেন নায়িকা।

'ছাঁইয়া ছাঁইয়া'-র ছন্দে

'ছাঁইয়া ছাঁইয়া'-র তালে পা মেলালেন বাংলা ছোটপর্দার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। কালো পোশাকে দিতিপ্রিয়া যেন মঞ্চের মধ্যমণি

মঞ্চে শ্বেতাও

শুধু কি দিতিপ্রিয়া? প্রতিযোগীদের সঙ্গে নাচের ছন্দে পা মেলালেন যমুনা ঢাকির যমুনা অর্থাৎ শ্বেতা ভট্টাচার্য্য়।

নজরকাড়া নীল-গোবিন্দা

হাজির ছিলেন ছোটপর্দার পরিচিত মুখ নীল ভট্টাচার্য্য। গোবিন্দা ও ওমের সঙ্গে জমিয়ে নাচ করলেন তিনিও।

অপু-গোবিন্দার নাচ

জি বাংলার ডান্স বাংলা ডান্সের মঞ্চে বিচারকের দায়িত্বে রয়েছেন গোবিন্দা, জিৎ ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঞ্চে নেমে এসে প্রতিযোগীদের সঙ্গে নাচ করলেন গোবিন্দাও

রুবেল-ওম-এর 'ধুম মচালে'

এদিন অতিথি শিল্পী হিসাবে হাজির ছিলেন রুবেল অর্থাৎ পর্দার সঙ্গীত। ওমের সঙ্গে 'ধুম মচালে'-র ছন্দে মাতলেন তিনিও।

প্রতিযোগী-তারকা যুগলবন্দি

এদিনের মূল আকর্ষণ ছিল প্রতিযোগীদের সঙ্গে তারকাদের যুগলবন্দি। শো-এর সঞ্চালনায় বিক্রমের সঙ্গে উপস্থিত ছিলেন আবীর চট্টোপাধ্যায়ও