চাঁদ নিয়ে আমাদের উৎসাহের অন্ত নেই।
মহাকাশ গবেষণায় অনেকটাই এগিয়ে ভারত।
পৃথিবীতে আমরা যেকোনও শব্দ শুনতে পাই।
এদিকে চাঁদে কেন শোনা যায় না নিজের কণ্ঠস্বর ?
চলুন এবার তাহলে সেই রহস্য উন্মোচন করা যাক।
যেকোনও শব্দ মূলত কম্পন থেকে উৎপত্তি হয়।
পৃথিবীতে বায়ু ও গ্যাস আছে বলে শুনতে পাই।
বায়ু মাধ্যমে তরঙ্গ আকারে তা ভ্রমণ করে।
কিন্তু চাঁদে কোনও গ্যাস উপস্থিত নেই।
তাই সেখানে কণ্ঠস্বর শুনতে পাওয়া যায় না।