অন্য বছরগুলির তুলনায় এই বছরটি বেশ কিছুটা আলাদা।
ABP Ananda

অন্য বছরগুলির তুলনায় এই বছরটি বেশ কিছুটা আলাদা।



কারণ সাধারণত বছরে ৩৬৫টি দিন থাকলেও ২০২৪ সালে রয়েছে ৩৬৬টি দিন।
ABP Ananda

কারণ সাধারণত বছরে ৩৬৫টি দিন থাকলেও ২০২৪ সালে রয়েছে ৩৬৬টি দিন।



২০২৪ সাল একটি অধিবর্ষ বা লিপ ইয়ার। ফলে ফেব্রুয়ারিতে একটি দিন বেশি থাকবে
ABP Ananda

২০২৪ সাল একটি অধিবর্ষ বা লিপ ইয়ার। ফলে ফেব্রুয়ারিতে একটি দিন বেশি থাকবে



২৮ দিনে ফেব্রুয়ারি হয়। কিন্তু লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসে থাকে ২৯ দিন।
ABP Ananda

২৮ দিনে ফেব্রুয়ারি হয়। কিন্তু লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসে থাকে ২৯ দিন।



ABP Ananda

কী এই লিপ ইয়ার? সবসময় চার বছর অন্তরই কি লিপ ইয়ার আসে?



ABP Ananda

পৃথিবী তার কক্ষপথে সূর্যের চারিদিকে একবার পুরো ঘুরলে বা বার্ষিক গতি শেষ করলে এক বছর হয়।



ABP Ananda

সূর্যকে একবার পুরো পাক খেতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড মতো



ABP Ananda

হিসেবের সুবিধার জন্য বছরে ৩৬৫ দিন ধরা হয়। বাকি থেকে যায় প্রায় ৬ ঘণ্টা সময়।



ABP Ananda

চার বছর ধরে এই সময় জুড়ে প্রায় ২৪ ঘণ্টা হয়, যা একটি দিনের সমান।



তাই চার বছরে একটি গোটা দিন যোগ করা হয়। আর সেই কারণেই প্রতি চার বছর অন্তর ফিরে আসে লিপ ইয়ার