পরিমাণ মতো তেল মাখুন
দীর্ঘক্ষণ তেল মেখে থাকবেন না
রোজ তেল মাখার প্রয়োজন নেই
সপ্তাহে অন্তত দু-দিন তেল মাখুন
তেল মাখার ঠিক পরেই চুল আঁচড়াবেন না
টাইট খোঁপা বা পনিটেল করে চুল বাঁধবেন না
তেল মাখার পর আর কিছু মাখবেন না
অতিরিক্ত মাসাজ করবেন না
মাথায় তেল দিয়ে রাস্তায় বেরিয়ে পড়া নয়