বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কুকুরদের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি ফল আঙুর, ঠিক ততটাই ক্ষতিকর কিশমিশও (Raisin) তাঁদের মতে, কুকুরকে যদি আঙুর খেতে দেওয়া হয়, তাহলে ওদের শরীরে টক্সিনের মাত্রা বেড়ে যেতে পারে এক টুকরো আঙুর কিংবা কিশমিশেই আচমকা কিডনি ফেলিওরের সম্ভাবনা বেড়ে যায় সমস্ত প্রজাতির এবং সমস্ত বয়সের কুকুরের ক্ষেত্রেই এই অসুখের সম্ভাবনা থাকে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি কোনওভাবে কুকুর আঙুর কিংবা কিশমিশ খেয়ে ফেলে, তাহলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন বমির মাধ্যমে যাতে পেট থেকে তা বের করে দেওয়া যায়, সেদিকে নজর দিতে হবে কিন্তু নিজে থেকে কখনও ওদের বমি করাতে যাবেন না, একমাত্র চিকিৎসকই টক্সিন মুক্ত করতে পারেন সঠিক পদ্ধতিতে বিশেষজ্ঞদের মতে, সমস্ত ফল কুকুরদের জন্য ক্ষতিকর নয়, বরং, বেশ কিছু ফল ওদের জন্য স্বাস্থ্যকরও বটে যেমন আপেল, শশা, কলা, এই তিনটি ফল সারমেয়রা খেতেই পারে, এতে ওদের কোনও ক্ষতি হবে না কিন্তু এর বাইরে অন্য কোনও ফল খেলে তা ওদের জন্য ক্ষতিকর, যেমন আঙুর (Grapes)। এই ফলটি কুকুরদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর