হলুদ সাজে দোলন

দ্বিতীয় বিবাহবার্ষিকীতে হলুদ সাজে সাজলেন দোলন রায়

দীপঙ্করের সাজেও হলুদ ছোঁয়া

বিশেষ দিনে রঙ মিলিয়ে হলুদ পরলেন স্বামী দীপঙ্কর দে ও।

একসঙ্গে ২৭ বছর

আজ ২৭ বছরে পা দিল দোলন ও দীপঙ্করের ভালোবাসার সম্পর্ক

রংমিলান্তি

বিবাহবার্ষিকীতে রঙ মিলিয়ে হলুদ সাজে সাজলেন দোলন দীপঙ্কর

বিয়ের ২ বছর

আজ ২ বছরে পা দিল তাঁদের আইনি বিয়ে

বার বার বিতর্কে

সম্পর্ক নিয়ে টলিউডে একাধিকবার বিতর্কের মুখে পড়েছে দোলন দীপঙ্কর

লিভ ইন থেকে আইনি বিয়ে

দীর্ঘদিন লিভ ইন করেছেন দোলন-দীপঙ্কর, এরপর ২০২০ সালে তাঁরা বিবাহ করেন।

অভিনয় জগতে

এখনও এই জুটি চুটিয়ে অভিনয় করছেন