কয়েক মাস আগেই কৃত্রিম সূর্য বানিয়েছিল চিন এবার তারা বানাল নকল চাঁদ মাধ্যাকর্ষণ নেই, তবে রয়েছে চৌম্বকিয় শক্তি শক্তিশালী চৌম্বকীয় শক্তি ভ্যাকুউম চেম্বার তৈরি করা হয়েছে চাঁদের আবহাওয়া তৈরি করতেই এই ব্যবস্থা নকল এই চাঁদ হবে ২ ফুটের, রাখা হচ্ছে ধুলো, পাথরও চেংদু শহরের উপর এই নকল চাঁদ 'জ্বলজ্বল' করবে মানুষের বসতি স্থাপন চাঁদে স্থাপনের ভাবনা চিনের এর ভিত্তিতেই চাঁদে যাওয়ার প্রস্তুতি পরবর্তী চাঁদ মিশনে এটি পাঠানো হবে চাঁদের মাটিতে মহাকাশচারী পাঠানোই মূল টার্গেট চিনের ২০৩০ সালের মধ্যেই বাস্তবায়িত করতে চায় বেজিং সেই লক্ষ্যেই এই নকল চাঁদের প্রস্তুতি