আসন্ন মরসুমের জন্য এটিকে মোহনবাগানের দল ও অধিনায়কের নাম ঘোষণা করে দেওয়া হল

সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল, চারজনকে অধিনায়ক করা হল

এটিকে মোহনবাগানের চার অধিনায়ককে বেছে নিলেন কোচ জুয়ান ফেরান্দো

ডুরান্ড কাপের জন্য সাতাশ জন ফুটবলারকেও বেছে নিলেন স্প্যানিশ কোচ

তাঁরা হলেন জনি কাউকো, ফ্লোরেন্তিন পোগবা, প্রীতম কোটাল এবং শুভাশিস বসু

এঁদের মধ্যে তিন ফুটবলারই গত মরসুমে দলে ছিলেন

পোগবা এবারই প্রথম খেলবেন সবুজ মেরুন জার্সিতে

শুক্রবার অনুশীলনের সময় তাঁর জন্মদিন পালিত হয়

ডুরান্ড কাপের আগে জোরকদমে চলছে সবুজ-মেরুন শিবিরের প্রস্তুতি