মাত্র হাতে গোনা কটি দিন পুজোর গন্ধে মেতে বাংলা দেবী দুর্গার আগমন- গমন অশুভ শাস্ত্রমতে এমনটাই বলেছে এ বছর এবার দেবীর ঘোটকে আগমন যার ফল দেবী চারিদিক ছত্রভঙ্গ হবে ১১ অক্টোবর দেবীর বোধন সকাল ৬।২৩ মিনিট থেকে আমন্ত্রণ ও অধিবাস হবে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী পুজো শুরু ওই দিন বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত প্রেস পঞ্জিকা থেকে জানা যায় এই বছর তাই অশনি সঙ্কেত দুই পঞ্জিকা মতেই দেবী ফিরবেন দোলায় যার অর্থ মড়ক কিংবা মহামারী