১৮ টি ভাগে অন্নভোগ নিবেদন করা হয় মা দুর্গাকে
একই চালচিত্রের মধ্যে থাকে তিন ভাগ।
এত বছর পার করেও বাড়ির পুজোর আত্মাটি রয়ে গেছে পুরাতনই
কিন্তু বাড়ির রীতি মেনেই পুজোয় যুক্ত হন তাঁরা
পুজোর শেষে বাড়িতে তৈরি বোঁদে দিয়েই হয় দশমী পালন।
সদ্যস্নাতা পরিবারের সদস্যা ভিজে গায়ে, ভিজে কাপড়ে ভোগ রান্না করেন
মায়ের ভোগে থাকে ল্যাটা বা শোল মাছ।